আজ ড. মাহমুদ হাসানের পঞ্চম মৃত্যুবার্ষিকী

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, উত্তরজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, সেক্টরস কমান্ডারস ফোরাম উত্তর জেলার আমৃত্যু সভাপতি মরহুম ড. মাহমুদ হাসানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ড. মাহমুদ হাসান একাডেমী, ড. মাহমুদ হাসান ফাউন্ডেশন, সেরীমেছান গ্রুপ অব কোম্পানিজ, বিভিন্ন শিক্ষা, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোয়া মিলাদ ও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ড. মাহমুদ হাসান ৫৭টি উচ্চ বিদ্যালয়ের দাতা, আজীবন দাতা, প্রতিষ্ঠাতা সহ ১০৩টি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। ব্যবসায়ী হিসেবে তিনি দেশি ও আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত হয়েছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইজহারুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের প্রীতি সম্মেলন