লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের প্রীতি সম্মেলন

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব্‌স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫, বি-৪, বাংলাদেশের জেলা গভর্নর ইলেক্ট লায়ন শেখ শামসুদ্দিন সিদ্দিকী দীর্ঘ চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁর দেশে ফেরা এবং লায়ন সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের সৌজন্যে এক প্রীতি সম্মেলন নগরীর জিইসি মোড়স্থ বিএমএ হলে গত বুধবার অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন ফাতেমা ইসমত আরার সভাপতিত্বে ও জিএমটি ডিস্ট্রিক্ট কোডিনেটর লায়ন হাসান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলোওয়াত করেন লায়ন হাফেজ মো. নোমান এবং আনুগত্যের শপথ পাঠ করেন জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন বেলাল উদ্দিন চৌধুরী। জেলা গভর্নর ইলেক্ট লায়ন শেখ শামসুদ্দিন সিদ্দিকী আগামী সেবা বর্ষ পরিচালনায় লায়নবৃন্দদের পরামর্শের আহবান করলে উপস্থিত লায়নবৃন্দ স্বতঃস্ফূতভাবে পরামর্শ প্রদান করেন। প্রীতি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মোস্তাক হোসাইন, কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বকর সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন কনভেশান চেয়ারম্যান লায়ন অশেষ কুমার উকিল, কনভেশান ট্রেজারার লায়ন নিশাত ইমরান, লায়ন কেপি দাশ, লায়ন ক্যাপ্টেন এমএসআই ভুঁইয়া, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন এম এ সামাদ খান সিআইপি, লায়ন ডাক্তার দুলাল দাশ, লায়ন এস এম নুরুল হুদা, লায়ন ডাক্তার হাবিবুর রহমান খান, লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, লায়ন এস এম কামাল পাশা, লায়ন জাহাংগীর মিয়া, লায়ন বদিউজ্জামান, লায়ন এস জোহা, লায়ন কামরুজ্জামান লিটন, লায়ন গোলাম সরওয়ার ম্যাক্সিম, লায়ন মোসলেহ উদ্দিন খান, লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম, লায়ন রোকেয়া হক, লায়ন হুমায়ুন কবির, লায়ন ইঞ্জি: মুজিবুর রহমান, লায়ন ইমতিয়াজ ইসলাম, লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ, লায়ন হেলাল উদ্দিন এবং লায়ন জেলার ক্লাব সমূহের অন্যান্য লায়নবৃন্দ। সভায় লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মোস্তাক হোসা্‌ইন ২০২২-২৩ সেবা বর্ষের ২য় ভাইস জেলা গভর্নর পদপ্রার্থী হিসেবে ক্লাবেরই প্রাক্তন প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়াটার লায়ন কোহিনূর কামালকে উপস্থাপন করেন এবং উপস্থিত লায়ন বৃন্দদের সমর্থন কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধআজ ড. মাহমুদ হাসানের পঞ্চম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধরাউজানে কিশোরের আত্মহত্যা পানিতে ডুবে শিশুর মৃত্যু