যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে মনোনীতদের আজ শুক্রবার পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২২ সালের পুরস্কারের জন্য ৭টি ক্যাটাগরিতে মোট ৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। সকাল ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে। গতকাণ সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী । সংবাদ সম্মেলনে জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীতদের নামও ঘোষণা করেন তিনি। এবারে যারা জাতীয় ক্রীড়া পুরষ্কার পাচ্ছেন তারা হলেন- হারুনুর রশীদ (আজীবন সম্মাননা), লিটন কুমার দাস (ক্রীড়াবিদ), আব্দুল্লাহ্ হেল বাকি (ক্রীড়াবিদ), মোল্লা সাবিরা সুলতানা (ক্রীড়াবিদ), দিয়া সিদ্দিকী (উদীয়মান খেলোয়াড়), মোহাম্মদ শরীফুল ইসলাম (উদীয়মান খেলোয়াড়), মো. সাইদুর রহমান প্যাটেল ( ক্রীড়া সংগঠক), নাজমা শামীম (ক্রীড়া সংগঠক), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (ক্রীড়া সংস্থা), গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (ক্রীড়া পৃষ্ঠপোষক) ও কাশীনাথ বসাক (ক্রীড়া সাংবাদিক)।
এবারের জাতীয় ক্রীড়া পুরষ্কারের তালিকায় স্থান হয়নি চট্টগ্রামের কোন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক কিংবা কোন প্রতিষ্টানের। কয় মাস আগে এক সাথে কয়েক বছরের পুরষ্কার প্রদান করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। সে তালিকায় ছিলেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠক এবং চট্টগ্রাম আবাহনীল মহাসচিব শামসুল হক চৌধুরী এমপি। এছাড়াও বৃহত্তর চট্টগ্রামের আরো দুজন পেয়েছিলেন সেবার জাতীয় পুরষ্কার। কিন্তু এবারে কারো কপালে জুটলনা জাতীয় ক্রীড়া পুরষ্কার। কে জানে সামনের বারে কেউ জিততে পারে কিনা এই জাতীয় ক্রীড়া পুরষ্কার।