চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস আজ। ১৯৩০ সালের এদিনে চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে অকুতোভয় বিপ্লবীরা মৃত্যুকে আলিঙ্গন করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাঁরা টানা চারদিন ব্রিটিশদের কবল থেকে মুক্ত রেখেছিল চট্টগ্রামকে। ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেওয়া সেইসব বিপ্লবীরা স্বপ্ন দেখিয়েছেন স্বাধীনতার। শুধু চট্টগ্রাম নয়, পুরো ভারতবর্ষেই এই বিপ্লবগাথা অবিস্মরণীয় হয়ে আছে। বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বোধন : বোধন আবৃত্তি পরিষদ দিবসটি উপলক্ষ্যে আজ জেলা শিল্পকলা একাডেমিতে ‘রাস্তা জুড়ে রোদ হোক’ শিরোনামে ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব’ আয়োজন করেছে।
বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন বিশিষ্টজনের উপস্থিতি, সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠানসূচিতে রয়েছে কথা, কবিতা, গান ও নৃত্য। জেএমসেন হলে মাস্টারদার আবক্ষ মূর্তিতে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করবে।