আজ চট্টগ্রাম ডায়বেটিস সামিট

| রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৯:০২ পূর্বাহ্ণ

আগামী প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে আজ থিয়েটার ইনস্টিটিউটে দুপুর ৩ টা থেকে চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে চট্টগ্রাম ডায়বেটিস সামিট। চট্টগ্রাম মেডিকেল কলেজের ডায়বেটিস ও হরমোন বিভাগ, চবির এনরিচ ল্যাব, ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ এবং এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের যৌথ এই আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী ডায়বেটিস নিয়ে ফটোগ্রাফি, ভিডিও ডকুমেন্টারি, কুইজ ও কর্মশালায় অংশ নেবে। আয়োজনে প্রধান অতিথি থাকবেন চমেবি উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। গেস্ট অফ থাকবেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, কবি ও সাংবাদিক আবুল মোমেন, চবি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ হোসেন। উদ্বোধন করবেন এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির ডিন ড. ডেভিড টেইলর। চট্টগ্রামে পরিচালিত ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত ডায়াবেটিস নিয়ে সাতটি গবেষণার তথ্য উপস্থাপন করবেন চমেক ডায়াবেটিস ও হরমোন বিভাগের প্রধান ডা. ফারহানা আক্তার, চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান ও এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের প্রধান ড. নাজমুল আলম। অতিথি থাকবেন চবি অধ্যাপক ড. নাজনিন নাহার ইসলাম, ড. এস এম রফিকুল ইসলাম, সিভাসুর অধ্যাপক ড. জুনায়েদ সিদ্দিকি, চমেবির উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপলোগ্রাউন্ডের সমাবেশে রাউজান থেকে যোগ দেবে ২০ হাজার মানুষ
পরবর্তী নিবন্ধড. ইউনূসের সঙ্গে কলম্বিয়ার সিনিয়র মন্ত্রীদের বৈঠক