আজ চট্টগ্রাম আসছে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই কর্মকর্তা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১১:০৭ পূর্বাহ্ণ

আগামী মাসে পুর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যেহেতু করোনাকাল চলছে সেহেতু করোনা কালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে এই সিরিজ আয়োজন করবে তা পরখ করতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই কর্মকর্তা এখন বাংলাদেশে অবস্থান করছে। এই দুজন হলেন ক্রিকেট উইন্ডিজের মেডিকেল প্যানেলের সদস্য ও বোর্ড পরিচালক ড. অক্ষয় মানসিং আর অপরজন হলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা ম্যানেজার পল স্লোয়ি। আজ সকালে হেলিকপ্টারযোগে এম এ আজিজ স্টেডিয়ামে অবতরন করবেন এই দুই কর্তা। সেখান থেকে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে যাবেন। স্টেডিয়ামের মাঠ, ড্রেসিং রুম সহ সবকিছু পরখ করবেন। এরপর ম্যাক্স হাসপাতাল পরিদর্শনে যাবেন প্রতিনিধি দল। সেখান থেকে হোটেল রেডিসন ব্লুতে আসবেন প্রতিনিধি দল। রেডিসন ব্লুতে আইসোলেশন রুম, নির্ধারিত ফ্লোর, ডাইনিং রুম, মিটিং রুম, জিম, সুইমিং পুল এবং উম্মুক্ত এলাকা পরিদর্শন করবেন। পরে এম এ আজিজ স্টেডিয়ামের প্রধন গেট এবং প্লেয়ার্স এন্ড ম্যাচ অফিসিয়াল এরিয়া পরিদর্শন করবেন। বিকেলে তাদের আবার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাকটাকরো চ্যাম্পিয়নশিপ
পরবর্তী নিবন্ধসিসিএল-এমজিআই এইটবলে আরশাদ চ্যাম্পিয়ন