প্রতিবছরের মতো এবারও আজিজ-আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে পশ্চিম বাঁশখালী দিঘির পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনীর ওপর রচিত বই, বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মেজর সামসুদ্দীন আহমদ সামস (অব.)-এর সভাপতিত্বে গতকাল শুক্রবার অনুষ্ঠানে সহ সভাপতি ক্যাপ্টেন সালাউদ্দিন আজিজ, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আজিজ, কোষাধ্যক্ষ জেসমিন আকতার উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের সদস্য ইলিয়াস তালুকদার, মুবিন তালুকদার, নাহিম তালুকদার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা সামগ্রী বিতরণশেষে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকার কর্তৃক নির্ধারিত শপথ বাক্য পাঠ করানো হয়। – প্রেস বিজ্ঞপ্তি