আজাদী টিকে থাকুক শত সহস্র বছর

নুসরাত সুলতানা | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সকল মানুষের প্রিয় পত্রিকা দৈনিক আজাদী দিনে দিনে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে দীর্ঘ ৬১ বছর পাড়ি দিলো। ৬২ বছরে পদার্পণে দৈনিক আজাদীর প্রতি আন্তরিক অভিনন্দন। আজাদীর এই সুদীর্ঘ পথ চলা সহজ থেকে সহজতর হয়েছে মানুষের আন্তরিকতায়, ভালোবাসায়। স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদী। দেশ স্বাধীন হওয়ার সূচনা লগ্ন থেকেই আজাদী ছাড়া চট্টগ্রামের মানুষের এক দিনও চলে না। আজাদীতে গ্রাম থেকে শুরু করে সারা বিশ্বের খবর খুব সহজেই পাওয়া যায়। সংবাদ, গ্রাম-গঞ্জ, নগর, লোকালয়, বৃহত্তর চট্টগ্রাম, সাহিত্য সাপ্তাহিকী, আগামীদের আসর, সুখে-দুখে ফেসবুকে, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় এবং বিভিন্ন ধরনের ফিচার মানুষের মনে জায়গা করে নিয়েছে। আজাদীর সুদীর্ঘ পথ চলায় মানুষের ভালোবাসা জড়িত, লেখক-পাঠক সমন্বয় সৃষ্টি করে আজাদী নিত্যনতুন অবয়বে গড়ে ওঠে। শুধু সংবাদ পাঠই নয় পাঠকেরা এখানে তাদের মনের ভাব প্রকাশ করারও সুযোগ পায়। মনের ভাব প্রকাশ করতে গিয়ে একসময় অতি সাধারণ মানুষও হয়ে যায় লেখক। সব সময় আজাদী নতুন লেখা প্রকাশ করে লেখকদের উৎসাহ দেয়। নিজের লেখা পত্রিকায় দেখে উৎসাহ পেয়ে পেয়ে একসময় বড় মানের লেখকের সৃষ্টি হয়। আর এই সৃষ্টির পেছনে আজাদীর অবদান অনস্বীকার্য। আমরা যারা নিয়মিত আজাদী পড়তে অভ্যস্ত আমরা চাই ‘আজমিশালী’ ‘আনন্দন’ এরকম সাপ্তাহিক আয়োজনগুলো আবার ফিরে আসুক। এতে আরো অনেক বেশি প্রাণবন্ত মনে হবে আজাদীকে। আমরা আশা করি, শীঘ্রই মহামারি করোনা থেকে মুক্তি পাবে পৃথিবী। আবার সবকিছু স্বাভাবিক হলেই আজাদীতে আগের মতো উচ্ছ্বাস মুখর প্রাণবন্ত মিলন মেলা হবে। আমাদের প্রিয় আজাদী টিকে থাকুক শত সহস্র বছর।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর জন্মদিনে শুভেচ্ছো
পরবর্তী নিবন্ধহে আমার শৈশব!