স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী ৫ সেপ্টেম্বর সফলতার ৬১ বছর পেরিয়ে ৬২ বছরে পা রাখলো। শুভ জন্মদিন- দৈনিক আজাদী। সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ও শ্রদ্ধেয় সম্পাদক এম এ মালেকের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা। আজাদী হচ্ছে আমার পছন্দের প্রথম সংবাদপত্র। এখনো সকালে ঘুম ভাঙলে প্রথমে অনলাইনে পড়ি ই-দৈনিক আজাদী। এরপর অন্য সব পত্রিকা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আজাদী কোটি পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। ছোট বেলায় বাবার মাধ্যমে আজাদীর সাথে পরিচয়। তখন থেকেই পত্রিকা পড়ার, জানার ও লেখার আগ্রহ জাগে। লেখার সেই ইচ্ছা পূরণ করেছে প্রিয় দৈনিক আজাদী। ২৪ অক্টোবর ১৯ সালে চিঠিপত্র কলামে আমার প্রথম লেখা ছাপা হয়। সেইদিন নিজের লেখা পত্রিকায় দেখার আনন্দ ছিল আকাশ ছোঁয়া। সেই থেকে সমসাময়িক বিষয় নিয়ে লেখার আগ্রহ বেড়ে যায়। আমার লেখার প্রেরণা আজাদী। যখন ‘সুখে-দুখে ফেসবুক’ কলামে ছবিসহ লেখা প্রকাশিত হয়, তখন আজাদীর প্রতি ভালোবাসা ও ভালোলাগা আরো বেড়ে যায়। এই লেখা আমি আজাদী নামফলকসহ ঘরের দেওয়ালে টাঙিয়ে রেখেছি। ক্ষুদে লেখক তৈরি এবং পত্রিকায় লেখার সুযোগ সৃষ্টিতে আজাদীর ভূমিকা অনস্বীকার্য। দৈনিক আজাদী আজ শুধু সংবাদপত্র নয়, এটি এখন চট্টগ্রামের মুখপত্র হিসেবেও স্বীকৃত। এই পথচলা আরো সুন্দর হোক, আজাদী ছড়িয়ে পড়ুক বিশ্বময়- এটাই প্রত্যাশা করি।