আজাদী চট্টলার মাটি ও মানুষের কথা বলে

মাঈন উদ্দীন রুবেল | বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের তথা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সংবাদ পত্রিকা আজাদী ৫ই সেপ্টেম্বর ২০২২ প্রতিষ্ঠার ৬৩ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এটি স্বাধীন বাংলাদেশর প্রথম সংবাদ পত্রিকা। সব বাধাবিপত্তি উপেক্ষা করে অনিশ্চয়তার এ যুগে এসে একটি পত্রিকা ৬৩ বছরের মাইলফলক স্পর্শ করা, লেখক ও পাঠক মনে স্থান করে নেওয়া রীতিমত ঈর্ষণীয় ব্যাপার।

শীর্ষস্থানীয় দৈনিক আজাদী চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলে, যা চট্টগ্রামের নানাবিধ চিত্র তুলে ধরার পাশাপাশি সমগ্র দেশের অধিক গুরুত্বপূর্ণ বিষয় গুলোও পত্রিকায় উঠে আসে। দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অবহেলিত বিভিন্ন স্থানের দুঃখদুর্দশা, সংকট আর সম্ভাবনার কথা তুলে ধরতে ধরতে বর্তমানে এই অঞ্চলের মানুষের ভালোবাসার মুখপত্রে পরিণত হয় পত্রিকাটি। চট্টগ্রামের গণমানুষের কথা বলার জন্যসর্বোপরি বঞ্চিত ও অবহেলিত জনপদের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে ১৯৬০ খ্রিষ্টাব্দে যাত্রা শুরু করেছিল দৈনিক আজাদী। আজকাল আজাদী শুধু একটি সংবাদপত্রই নয়, এটি এখন চট্টগ্রামের দর্পণ হিসেবেও স্বীকৃতি লাভ করেছে। এই আজাদী পত্রিকা যুগ যুগ ধরে তৈরি করেছে অসংখ্য নবীনপ্রবীণ লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক পাঠকবৃন্দ যা সত্যিই প্রশংসনীয় ও অতুলনীয়। আমি আজাদীর একজন ক্ষুদ্র লেখক হিসেবে দৈনিক আজাদীর ৬৩ বর্ষে পদার্পণে আজাদী পরিবার ও আজাদীর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি সালাম ও অভিবাদন জ্ঞাপন করছি। সেই সাথে পাঠকনন্দিত পত্রিকার শুভকামনা করি যেন পত্রিকাটির সামনের পথচলা আরোও সুগম ও সার্থক হয় এবং উত্তরোত্তর সফলতা বৃদ্ধি পায়।

পূর্ববর্তী নিবন্ধআলাউদ্দিন খাঁ : ধ্রুপদী সঙ্গীতের কিংবদন্তি পুরুষ
পরবর্তী নিবন্ধসকালে চায়ের কাপে আজাদী