আজাদীর ৬৯ ও ৭৫ সালের দুটি কপি সম্পাদকের কাছে হস্তান্তর

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

১৯৬৯ সালের ১৪ এপ্রিল এবং ১৯৭৫ সালের ২৫ অক্টোবরের দৈনিক আজাদীর পুরনো দুটি সংখ্যা সম্পাদক এম এ মালেকের হাতে তুলে দিয়েছেন ৫৮ বছর ধরে দৈনিক আজাদীর পাঠক মরহুম আহমেদ হোসেন সওদাগরের পুত্র মোহাম্মদ নিজামউদ্দিন চৌধুরী ও কন্যা নার্গিস আকতার চৌধুরী।
ব্যবসায়ী নিজামউদ্দিন চৌধুরী জানান, তার বাবা আহমেদ হোসেন সওদাগর চাক্তাইয়ের ব্যবসায়ী ছিলেন। তিনি জীবদ্দশায় ৫৮ বছর দৈনিক আজাদীর পাঠক ছিলেন। আজাদীর সাথে পরিবারটির অন্যরকমের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, আজাদীতে প্রকাশিত একটি বিজ্ঞাপন দেখেই আমার বাবা আমাদের বাড়ির জায়গাটি কিনেন। যে বাড়িতে আজও আমরা বসবাস করছি।
আজাদী সম্পাদকের হাতে পুরনো সংখ্যা দুটি তুলে দিতে পেরে ব্যবসায়ী নিজামউদ্দিন চৌধুরী এবং তার বোন নার্গিস আকতার চৌধুরী আনন্দিত বলে জানান। এ সময় আজাদী সম্পাদক এম এ মালেক তাদের ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে যেদিন
পরবর্তী নিবন্ধখানাখন্দে ভরা ব্যস্ততম দুই সড়ক