আজাদীর প্রতি অফুরান ভালোবাসা শ্রদ্ধা

তীর্থংকর বড়ুয়া | মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

সকালে দরজার ফাঁক দিয়ে প্রথমেই উঁকিঝুকি মারে ‘দৈনিক আজাদী’। শৈশব থেকে ‘দৈনিক আজাদী’ পড়েই বড় হয়েছি। আজাদী মুক্ত চিন্তার বিচরণ ক্ষেত্র চট্টগ্রামবাসীর অপ্রতিরোধ্য জয়যাত্রার সাথী। সুখ দুঃখের অসামান্য বন্ধু আমাদের হৃদয়ের স্পন্দন, এ যেন এক চাওয়া পাওয়ার মুখপত্র। দিন দিন এর কর্মস্পৃহা যুগোপযোগ ধারাবাহিকতা বস্তুনিষ্ঠ সংবাদ জাতির কাছে বিশ্বস্ততার সাথে পরিবেশন আমায় মুগ্ধ করেছে। সবচেয়ে বড় কথা আজাদী আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের অসম্প্রদায়িক শক্তির বাতিঘর। সত্য প্রকাশের জন্য কুণ্ঠা বোধ করেন না। চট্টগ্রামের বরেণ্য লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক সবই আজাদীর স্পর্শে আলোকিত। রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিভিন্ন বিদেশি পুরস্কার পত্রিকাকে সমৃদ্ধ করছে নিঃসন্দেহে। আরেকটি কথা না বললেই নয় আজাদী পরিবার অত্যন্ত মানবিক পরিবার। পরিশেষে বলবো এই পত্রিকার বর্তমান ধারাবাহিকতা চিরদিন বজায় থাকুক সে কামনা করি। চট্টগ্রামের দর্পণ হয়ে আজাদী আমাদের মাঝে শত সহস্র বছর বেঁচে থাকুক।

পূর্ববর্তী নিবন্ধপরম বন্ধু দৈনিক আজাদী
পরবর্তী নিবন্ধআজাদীর প্রতি অদম্য ভালবাসা