নগরের কোতোয়ালী থানার আছাদগঞ্জ থেকে ছয় হাজার কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল দুপুর ১টার দিকে পরিচালিত অভিযানে অংশ নেন সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন ও পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন।
আবদুল্লাহ আল মতিন দৈনিক আজাদীকে বলেন, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আছাদগঞ্জের ওসমানিয়া গলি, শুঁটকি গলিতে অভিযান চালাই। এসময় সরকার ঘোষিত অবৈধ ছয় হাজার পলিথিন শপিং ব্যাগ জব্দ করি।