নগরীর কোতয়ালী থানাধীন আছদগঞ্জের ৬ নং ইসলাম কলোনীর এস টি ট্রেডিংয়ের সামনের একটি মিল থেকে ১৪০২ কেজি ভেজাল মসলা, মসলা তৈরির উপকরণ ও বিভিন্ন ধরণের কেমিক্যাল উদ্ধার করেছে র্যাব। পাশাপাশি ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন মো. জিল্লুর রহমান প্রকাশ জিয়া (২৬), আব্দুল কাদের (৩৫), মো. রিয়াদ হোসেন (১৯) ও মো. নুরুল ইসলাম (৩৬)। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযানটি পরিচালনা করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে উক্ত মিল হতে ভেজাল হলুদ, মরিচ, ধনিয়ার গুড়া ও গুড়া তৈরির উপকরণ এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। কোনো ধরনের অনুমোদন ব্যতীরেখে গোপনে এ কাজ করে আসছিল গ্রেপ্তারকৃতরা। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা কেমিক্যাল ধান ও চাল মিশ্রিত কুড়া ইত্যাদি ব্যবহার করে খাদ্যে ব্যবহৃত ভেজাল হলুদ, মরিচ, ধনিয়া, মসলার গুড়া তৈরি করে বিভিন্ন ভোক্তাদের নিকট বিক্রি করে থাকে।