আচরণবিধি লঙ্ঘন, ফটিকছড়িতে এবার জামায়াত প্রার্থীকে শোকজ

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১১:৫৮ পূর্বাহ্ণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান কমিটির আদেশে এ শোকজ নোটিশ জারি করা হয়। অভিযোগে বলা হয়, প্রতীক বরাদ্দের আগেই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পাশাপাশি তার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণামূলক ছবি ও ভিডিও ছড়িয়ে দেন, যা আচরণবিধির পরিপন্থী।

চট্টগ্রামের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটির মতে, এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এর আগে একই আসনের আরেক প্রার্থী সরোয়ার আলমগীরকেও একই অভিযোগে শোকজ করা হয়েছিল।

আগামী ২৬ জানুয়ারি (মঙ্গলবার) অধ্যক্ষ নুরুল আমিনকে ফটিকছড়ির সিনিয়র সহকারী জজ আদালতে স্থাপিত কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক। আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে খুটাখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রীতি সম্মিলন ও বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ-এর অন্ত্যমিল