চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নিতে অনুশীলন শুরু করেছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব।
গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামস্থ মাঠে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের ক্রিকেট দলে অনুশীলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ–সভাপতি মো. হাফিজুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য মো. শাহজাহান। এছাড়া এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য এবং আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সিজেকেএস কাউন্সিলর ফরিদ আহাম্মদ, এনামুল হক, কল্লোল দাশ, টিম ম্যানেজার মো. আতিকুর রহমান, ওয়াসিম কামাল রাজা, জহির সহ ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ ।