আগ্রাবাদে ২৫০ অবৈধ দোকানপাট উচ্ছেদ কাউকে ছাড় দেয়া হবে না : মেয়র

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদ এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা ২৫০ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সংস্থাটির পরিচ্ছন্ন বিভাগের উদ্যোগে গতকাল রোববার এ অভিযান পরিচালিত হয়েছে। আগ্রাবাদ সিজিএস কলোনি থেকে তাহের চেম্বার বাদামতলী সোনালি ব্যাংক মোড় হয়ে লাকী প্লাজা এক্সেস রোডসহ বড়পোল পর্যন্ত রাস্তার দুই পাশে এ অভিযান পরিচালিত হয়।
সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, সড়ক ফুটপাত দিয়ে সাধারণ মানুষ হাঁটতে পারে না। দখল হয়ে গেছে। দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তারই অংশ হিসেবে আগ্রাবাদে অভিযান চালানো হয়েছে। সেখানে পুরোপুরি পরিষ্কার করে ফেলা হয়েছে। মেয়র বলেন, অনেকে আমার কাছে তদবির করে। নানাভাবে অনুরোধ করে অভিযান না চালাতে। এ ক্ষেত্রে কারো অনুরোধ রাখার সুযোগ নাই। ফুটপাত মানুষের হাঁটার উপযোগী গড়ে তুলতে আমরা কাউকে ছাড় দিব না।
গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেয়া চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, সিজিএস বিল্ডিংয়ের সামনে থেকে অভিযান শুরু হয়। শেখ মুজিব রোড পর্যন্ত রাস্তার দুই পাশ থেকে দেড়শ দোকানপাট উচ্ছেদ করা হয়। সবগুলোই প্রায় স্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে। সেখানে সবজি, ফু্রট ও কাপড়ের দোকানও ছিল। এছাড়া গুলজার কনভেনশন হলের সামনে থেকে ৩০ থেকে ৪০টি, সাউথল্যান্ড সেন্টার থেকে হাজিপাড়া রোডে ২০ থেকে ৩০টি, লাকিপ্লাজা থেকে পুলিশ লাইন পর্যন্ত অংশ থেকে ২০-৩০টি দোকান উচ্ছেদ করা হয়।
তিনি বলেন, আগাবাদ সোনালী ব্যাংকের একটি গেইট সবসময় বন্ধ থাকে। আমরা উচ্ছেদ অভিযান চলাকালে সিকিউরিটি সেই গেইটটি খুলে দেয়া হয়। সেখানে মালামাল ঢুকিয়ে ফেলে। তবে সেখানেও আমরা ভেঙ্গে দিয়েছি। এতে সিকিউরিটি আমাদের দোষারোপ করার চেষ্টা করে। অবশ্য পরে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্র্তা এসে ওই সিকিউরিটিকে বকা দিয়েছেন। আমাদের ধারণা, অবৈধ দোকানপাট বসানোর ক্ষেত্রে ওই সিকিউরিটিরও হাত থাকতে পারে। অভিযানে ডবলমুরিং থানা পুলিশ সহযোগিতা করেছে।
এদিকে অভযান চলাকালে কয়েকজন দোকানদার অভিযোগ করেছেন, তাদের সময় দেয়া হয়নি। এছাড়া ভাঙা টিনে একজন হাতে ব্যাথা পেয়েছেন বলেও দাবি করেন।

পূর্ববর্তী নিবন্ধগণি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধএবার মুনিয়াকে ধর্ষণ-হত্যার মামলায় রিমান্ডে পিয়াসা