গণি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে গণি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম কলেজ রোড এলাকায় অবস্থিত বেকারিটিতে গতকাল রোববার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। একই অভিযানে সিরাজুদ্দৌলা রোডের সাবএরিয়ায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে আঞ্জুমান সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে লালখান বাজার এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর আজাদীকে বলেন, অভিযানে মোট এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু কাল মক ভোটিং ও প্রচারের শেষ দিন
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে ২৫০ অবৈধ দোকানপাট উচ্ছেদ কাউকে ছাড় দেয়া হবে না : মেয়র