আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিলেন সালমান খান

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

হত্যার হুমকির পর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিলেন বলিউড অভিনেতা সালমান খান। মুম্বাই পুলিশ সালমানকে আত্মরক্ষার স্বার্থে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছে বলে গতকাল সোমবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানায়, লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে হত্যার হুমকির চিঠি পাওয়ার পর লাইসেন্সের জন্য আবেদন করেন সালমান।

এর পুলিশ অতীতের অপরাধমূলক রেকর্ড পরীক্ষা নিরীক্ষা করে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে সালমানকে লাইসেন্স দেওয়া হয়। এক পুলিশ কর্মকর্তা জানান, জুলাইয়ে মুম্বাইয়ে পুলিশ কমিশনার বিবেক ফাঁসালকারের সঙ্গে বৈঠকে করেন সালমান। এর পর তার আবেদনের ভিত্তিতে লাইসেন্সটি তৈরি করা হয়। গত ৫ জুন সালমানের বাবা বলিউডের খ্যাতিমান চিত্রনাট্যকার সেলিম খান সকালে হাঁটাহাঁটি করতে বেরিয়ে একটি উড়ো চিঠি পান। সেখানে তাকে এবং সালমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই হুমকির পর পুলিশের শরণাপন্ন হন বাবা ও ছেলে।

সেই চিঠিতে বলা হয় যে তাদের পরিণতি পাঞ্জাবি গায়ক সিধু মুলেওয়ালার মতোই হবে। ওই গায়ককে মে মাসে গুলি করে হত্যা করা হয়। এর পর থেকে বাসভবন ও সিনেমার শ্যুটিং সেটে নিরাপত্তা জোরদার করেন সালমাল। এছাড়া পুলিশ এই অভিনেতাকে প্রকাশ্যে কম আসতে এবং বান্দ্রার আশপাশে সাইকেল চালানো এড়াতেও পরামর্শ দেন। গত কয়েকদিন হল সালমান এবটি বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারও ব্যবহার করছেন।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেত্রী নিশেল নিকোলসের জীবনাবসান
পরবর্তী নিবন্ধধারাবাহিক নাটক ‘আগুনপাখি’