আগে নিজেকে বদলান

সুুমি ভট্টাচার্য | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৪৮ পূর্বাহ্ণ

আমাদের সমাজে পচন ধরেছে। কেন জানেন? অতিজ্ঞানীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায়। আজ আমাদের সমাজের তথাকথিত বিশিষ্টজনের জ্ঞানের ভারে বোধশক্তি লোপ পেয়েছে। বলতে হয়অতিজ্ঞানে অজ্ঞান! সবকিছুতেই শুধু ‘আমি’। অল্পজ্ঞানে লাফালাফি, মধ্যজ্ঞানে চুপ, পূর্ণজ্ঞানে বিনয় থাকেএটাই জানতাম। মানবিকতা ও প্রতিবাদী হওয়াও যেন আজ হাস্যকর পর্যায়ে চলে গেছে। এগুলোতেও ফটোসেশন করতে হয়! কিন্তু সুশিক্ষা কখনো ফটোজাতে সীমাবদ্ধ থাকে না। ‘স্বীয় জিহ্‌বা শাসনে রাখিবে’ শুনেছি। তাই কথা বলার সময় চিন্তা করে বলার মধ্যে যে আসল শিক্ষা লুকায়িত থাকে, এটাই সত্যি। চারিদিকে দুর্গন্ধ! সবার গা থেকে বের হচ্ছে। কেউ নিজেরটা দেখি না। আপনার গন্ধ বেশি লাগছে তাইনা? অন্যের নয়, হ্যাঁ, আপনার মনে পচন ধরেছে। এজন্য আপনার সবকিছুতেই সমস্যা। শরীরের পচন চিকিৎসার মধ্য দিয়ে দূর করা যায়, যখন মনে পচন ধরে তার কোনো চিকিৎসা থাকে না। আগে নিজেকে বদলান, মানসিকতা পরিবর্তন করুন, পরে সমাজকে পরিশোধিত করতে আসুন। কেন জানেন, সামনের জন কখনো দুর্বল হয় না। এই ‘আমি’ দুর্বল বলে সে সবল হয়ে উঠতে পারে। তাই আগে নিজেকে শান্ত করুন। আমরা পদ পদবীতে আড়ষ্ট। মনে করি, তোষামোদ আমাদের বড় পাওনা। আমি’ শ্রেষ্ঠ! সব জায়গায় পচন। কিভাবে সম্ভব এই কঠিন পচন থেকে মুক্তি পাওয়া! আমরা নিজেদের সত্তা হারিয়ে ফেলছি। মনে রাখা দরকার, কখনো কিছু চাপিয়ে দেয়া যায় না। সত্য সবসময় সত্য। তাই শুধু শিক্ষিত নয়, সুশিক্ষিত হয়ে নিজেকে গড়ে তুলুন, হিংসাত্মক মনোভাব দূর করে নির্দিষ্ট পথে এগিয়ে চলুন। দেখবেন সঠিক পরিচর্যায় সময়ে পচনের সমাধান নিশ্চিত।

পূর্ববর্তী নিবন্ধটিকেট ভোগান্তির শেষ কোথায়!
পরবর্তী নিবন্ধশিক্ষক-শিক্ষকই, সর্বকালের শ্রদ্ধেয়