উচ্চ পর্যায়ের বৈঠক এবং বহুমুখী দেনদরবারের পর অবশেষে ওয়াটার ট্রান্সপোর্ট সেল লাইটারেজ জাহাজ বরাদ্দ শুরু করেছে। জাহাজ ভাড়ার ধরন নির্ধারণসহ যাবতীয় কার্যক্রম আগের চুক্তিতে সম্পাদিত হবে এবং আসন্ন নির্বাচনের পরই নতুন করে চুক্তি করার শর্তে ডব্লিউটিসি জাহাজ বরাদ্দ শুরু করেছে। গতকাল তাৎক্ষণিকভাবে অনুষ্ঠিত বার্থিং সভায় বহির্নোঙরে অপেক্ষমাণন মাদার ভ্যাসেল থেকে আমদানিকৃত পণ্য খালাসের জন্য ১১টি লাইটারেজ জাহাজ বরাদ্দ দেয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, লাইটারেজ জাহাজের ভাড়া নিয়ে আমদানিকারক এবং জাহাজ মালিকদের প্রতিনিধিদের বিরোধের জের ধরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে পণ্য খালাসের জন্য জাহাজ বরাদ্দ প্রদান বন্ধ করে দেয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অচলাবস্থাসহ আমদানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাবের শংকায় সরকারের বিভিন্ন পর্যায় থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। ডিজি (শিপিং) এর কার্যালয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে উঠে। বিষয়টি নিয়ে জাহাজ মালিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করা হয়। বৈঠক করা হয় পণ্যের এজেন্ট এবং লোকাল এজেন্টদের সাথে। দীর্ঘ আলাপ আলোচনায় আগের নিয়মে ভাড়া প্রদান এবং সেকেন্ড ও থার্ড ট্রিপ হিসেব করার নিয়ম বলবৎ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে বলা হয়, আগামী এপ্রিল মাসে ডব্লিউটিসির নিয়ন্ত্রক সংগঠনের নির্বাচন পর্যন্ত আগের নিয়মেই সবকিছু পরিচালিত হবে। নির্বাচনের পরে নয়া কমিটি নতুন করে চুক্তি করবে এবং চুক্তি অনুযায়ী ভাড়া আদায় এবং ভাড়ার ধরন নির্ধারিত হবে। আলোচনা ফলপ্রসূ হওয়ার প্রেক্ষিতে রাত প্রায় আটটা নাগাদ বার্থিং সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান ওয়াটার ট্রান্সপোর্ট সেলের প্রধান নির্বাহী মাহবুব রশীদ।