আগুনে পুড়ল চার বসতঘর

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৪:৫৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় বদরখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বসতবাড়ি পুড়ে অন্তত ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম পুকপুকুরিয়া গ্রামে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ জানানপশ্চিম পুকপুকুরিয়া গ্রামের মৃত মোজাহের আহমদের পুত্র আবদুল কাদেরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের বাসিন্দা মৃত নুরুল আমিনের তিন পুত্র মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ এরশাদ ও সোহেল মিয়ার বাড়িতে ছড়িয়ে পড়ে। চেয়ারম্যান আরিফ আরও জানানঅগ্নিকাণ্ড শুরুর পরই আশপাশের লোকজন পানি ছিটিয়ে আগুন নেভানো শুরু করে। এরইমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা অকুস্থলে পৌঁছানোর আগেই চারটি বসতবাড়ির সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ততক্ষণে আগুনে চারটি বাড়ির সমুদয় মালামাল ভস্মীভূত হয়ে যায়। পরে দমকল বাহিনীর পানিবাহি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে আশপাশের একাধিক বসতবাড়ি অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পায়। এ সময় চেয়ারম্যান তার পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা অর্থসহায়তা প্রদান করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ১৮টি কম্বল, ৬ কার্টুন কাপড়, বেশকিছু শুকনো খাবার ও সয়াবিন তেল সহায়তা হিসেবে দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ২২ বছরে ২৬ লাখ গাছ কেইপিজেডে সবুজ বিপ্লব
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা