পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল বলেছেন, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে হবে। যাতে আগামী প্রজন্ম দেশ প্রেম ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশ প্রেমিক নাগরিকের বিকল্প নেই। তিনি বলেন, করোনা মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।
তিনি সম্প্রতি পৌরসভা মিলনায়তনে পৌর এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।পৌরসভার সচিব নেজামুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, কাউন্সিলর রূপক কুমার সেন, শফিউল আলম, গিয়াস উদ্দিন আজাদ, ছরওয়ার কামাল রাজীব, জসিম উদ্দিন, কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস বেগম, ইয়াছমিন আকতার চৌধুরী। বাসু লাল দের পরিচালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল আজিজ, মুহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।
মিজানুর রহমান, সামশুল ইসলাম সিদ্দিক, মোহাম্মদ আমির, হারুনুর রশিদ, চাঁদ সুলতানা, পারভীন আকতার, বিকাশ মিত্র, অশোক চক্রবর্তী, শাহিনা ইয়াসমিন, ফরিদা বেগম, রহিমা বেগম, দিলু আরা বেগম, পলাশ কান্তি দাশ, সামশুন নাহার প্রমুখ।