আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চক্রান্ত চালাচ্ছে বিএনপি

মহানগর আ.লীগের আওতাধীন ইউনিট সম্মেলনে বক্তারা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ওয়ার্ডের তৃণমূলস্তরের ইউনিট সম্মেলনে বক্তারা বলেন, আগামী সাধারণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং জনগণের ভাত ও ভোটের অধিকারকে নস্যাত করতে বিএনপি-জামাআ’ত জোট পরিকল্পিতভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই অপশক্তি সমস্ত অপকর্মের হোতা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে এরা তৎপর। গতকাল মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৩টি সাংগঠনিক ওয়ার্ডের যথাক্রমে- ১৪নং লালখান বাজার খ ইউনিটের সম্মেলন মতিঝর্ণা ইউসুফ স্কুলে, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের খ ইউনিটের সম্মেলন, ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড গ ইউনিট আ.লীগের সম্মেলন মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
৩৯নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর ওয়ার্ড গ ইউনিট : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধারাবাহিক ইউনিট সম্মেলনের অংশ হিসেবে গত বৃহস্পতিবার দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ‘গ’ ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধক ছিলেন ৩৯নং ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী সুলতান নাছির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর। হাজী মো. আব্দুর রউফের সভাপতিত্বে ও ডা. আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আ.লীগের কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান হাজী ইলিয়াছ, ইপিজেড থানা আ.লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সিডিএ বোর্ড সদস্য কাউন্সিলর জিয়াউল হক সুমন।
১৪নং লালখান বাজার ওয়ার্ড খ ইউনিট : আওয়ামী লীগের সভাপতি মো. হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম ইব্রাহিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আও.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, খুলশী থানার যুগ্ম আহ্বায়ক মোমিনুল হক। উদ্বোধক ছিলেন ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমদ। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।
১৯নং দক্ষিণ বাকলিয়া ক ইউনিট : ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের ইউনিট সম্মেলনে ক ইউনিটের সভাপতিত্ব করেন মো. ইয়াছিন ও সাধারণ সম্পাদক গাজী আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিদ্দিক আলম।

পূর্ববর্তী নিবন্ধউত্তর-আধুনিক চিয়াংরাই শহরে
পরবর্তী নিবন্ধহাজী মো. রফিক