করোনা পরিস্থিতির মধ্যে স্কুল-কলেজ খুললে অনলাইন ও অফলাইন-উভয় মাধ্যমেই পাঠদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব। যারা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হতে চাইবে না, তারা অনলাইনেই ক্লাস করার সুযোগ পাবে। আর এই পদ্ধতিকে বলা হয় হাইব্রিড লার্নিং। বিশ্বের অনেক উন্নত দেশগুলোতে শিক্ষার্থীদের কথা চিন্তা করে এভাবে ‘হাইব্রিড লার্নিং’ এর মাধ্যমে তাদের ক্লাস পরিচালনা করে আসছে অনেক আগে থেকেই। তাই আমরা কেন পিছিয়ে থাকবো? দেরিতে হলেও আমরাও চাইলে এখনই এই পদ্ধতিটি গ্রহণ করতে পারি। কারণ আমাদের শিক্ষার্থীদের এখন পড়ালেখা নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে। তাই একজন শিক্ষক হিসেবে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান খুললে তাদের দেহের ইমিউনিটি বাড়ানো সাথে সাথে মনের ইমিউনিটি বাড়ানোর উপর জোর দিতে হবে সবার আগে। তাদেরকে আবার নতুন দিনের জন্য জাগিয়ে তুলতে হবে আমাদেরই। তাই আসুন, আমাদের একটু চেষ্টাতে যদি তাদের জাগাতে পারি, তাহলে তারা হবে আগামী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সুদক্ষ প্রজন্ম ।