আগামী ১৬ অক্টোবর সোমবার সন্ধ্যা সাতটায় অঙ্গন থিয়েটার ইউনিটের ২০তম প্রযোজনা ‘বদলি’র মঞ্চায়ন। অনিল সাহা রচিত নাটকটির রূপান্তর, সংযোজন ও নির্দেশনা দিয়েছেন সনজীব বড়ুয়া। সমাজ কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতির আখড়া গড়ে উঠেছে, তাকে ভাঙার প্রয়াস নিয়ে নির্মিত নাটকের মঞ্চ পরিকল্পনায় অজয় সেন চৌধুরী এবং সংগীত পরিকল্পনায় রয়েছেন শ্যামাপ্রসাদ চক্রবর্তী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চন্দন চৌধুরী, সূপক দাশ মানুষ, মাহবুব রহমান, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, রঘু নন্দী, শিবা মণ্ডল, কেয়া চক্রবর্তী, দীপংকর বড়ুয়া, উদয় ও সনজীব বড়ুয়া। আলোক নিয়ন্ত্রণে সত্যানন্দ বড়ুয়া, ধ্বনি নিয়ন্ত্রণে পিণন ও প্রাঙ্গণ। প্রেস বিজ্ঞপ্তি।