আগমনী আলো

মেরাজ শফিক | রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:৩৫ পূর্বাহ্ণ

ওঠো কামাল জাগো আবার
হাতে লও তব রাগবীণ
তুমি শক্তি ওহে অবতার
আসুক প্রাণে যত অমলিন!

চারদিকে কেবল রাতের আধার
শোন হে শোন অবতার
তব পদধূলায় মুখরিত আবার
হোক যত প্রাণ বিধাতার!

কায়ার মায়ায় সব একাকার
আমি মরি হায় লাজে!
সহেনা আর ওহে নিরাকার
ধরায় ব্যাকুল রোদন বাজে!

যেই কুলির অধিকার রুখতে
শত জীবন রেখেছে বাজি
সেই কুলি আজ করে
নিরীহ পথিকের হাত খালি!

হংকার দিয়ে মঞ্চে যারা
গায় সত্যের জয় গান
লোকে হাসে, বলে তারা
ভূতের মুখে রামনাম

শাস্ত্র বলে সকলি সমান
ধনীতে গরিবে নেই ব্যবধান
সত্য যুগের অমর বচন
পাব গেলে ঐ আসমান?

চলিব আমরা কোন পথে
তুমি দেখাবে সেই পথ
ওঠো কামাল জাগো রণবীর
তুমি অবতার এই ধরত্রীর!

পথিক হারিয়েছে তার পথ
রাজা ভুলেছে যে শপথ
ফিরেছে আবার সেই হাহাকার
জানি না কেমনে আসবে আবার
ফিরে সেই সুখ, সেই আরব
বল! বল তুমি ঈশ্বর!

তোমার জন্য ফরিয়াদ করি
শোন ওহে তুমি রহমান
দয়া কর ওগো স্বামী
হাসুক আবার সাত আসমান!

পূর্ববর্তী নিবন্ধদরাজ কণ্ঠ ভাষণে
পরবর্তী নিবন্ধতিলোত্তমা