আগমন

জয়দীপ মুখার্জী (৩২,১৮৬) | বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

শারদীয়ার আগমনে
খুশির আমেজ সবার মনে,
সেই খুশিতে মন মেতেছে
আগমনীর আগমনে।

বন্ধুরা সব তৈরি থেকো,
মা এসেছেন জেনে রেখো।
সব ভেদাভেদ দূরে ঠেলে
ভালো থাকবে মায়ের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধবিদায় শরৎ
পরবর্তী নিবন্ধরহস্যেঘেরা খুনি হ্রদ