সীমান্তের এপার ওপার ডুবে আছি
সৌহার্দ্য ব্যাকুল হৃদয়ে-অনন্ত প্রহরে;
নক্ষত্র ও চাঁদের উৎসবে
আকাশ ও সমুদ্র স্রোতের মৈত্রেয় বন্ধন।
শীতল আকাশ ও উচ্ছ্বাসিত ঢেউ এ
অন্তরের পাখা মেলে যায় নিয়মে-অনিয়মে;
হাসি, আনন্দে, স্রোতে উড্ডীন প্রেমের পবন
জলস্রোতে মন আজ বেসামাল!
নীল জল, নীল ঢেউ, নীলের উর্বশী
হিম হিম সুবাসে ঢেউয়ের আলপনা;
নীলাভ জলের স্রোতস্বিনী হাসিতে
উন্মাদিত অন্তরে বাজায় ঝর্ণার বাঁশি।
ফুল-পাখিদের মিলনের ঘ্রাণে
সমুদ্র জলের মাঝে জ্বলজ্বল জোনাকির হাসি
এ যেনো উদ্ভাসিত প্রাণের মেলা
আমূল হৃদয়ের দিপ্য খেলা।
স্রোতের জোয়ারে যেতে-যেতে
মুক্ত প্লাবনে বাঁধ ভেঙে ফিরে আসি
সহস্র প্রাণের টানে; সবুজের উদ্যানে।