আকবর শাহ্ থানা যুবলীগের বিক্ষোভ মিছিল

আজাদী অনলাইন | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ২:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এরপর তাদের অঙ্গসংগঠন ছাত্রশিবিরকে নিয়ে জঙ্গিবাদের প্রসার ঘটিয়েছে। তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আর এ জন্য প্রয়োজন আইনি, সামাজিক এবং সর্বোপরি তারুণ্যের ত্রিমুখী লড়াইে মুক্তিযদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণ করা।

গত শুক্রবার বিকেলে অলংকার মোড় চত্বরে আকবর শাহ্ ও পাহাড়তলী থানা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের সভাপতিত্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর চৌধুরী, আবু বক্কর সিদ্দিকী, আজিজ উদ্দিন চৌধুরী, সাইফুর রহমান রাজু, যুবনেতা আবু নাছের চৌধুরী আজাদ, এডভোকেট রবি সৈয়দ, মোহাম্মদ রুবেল, শহীদুল ইসলাম শহীদ, সাহেদুল আলম সাহেদ, আনোয়ার খান, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস পাভেল ইসলাম, রাজীব দাশ, জয়, আলমগীর আলো, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, মহানগর যুবলীগ নেতা শহীদুল ইসলাম শহীদ, পাহাড়তলী থানা যুবলীগ নেতা ফারহান সোহেল, ফয়সাল মাকসুদ, মানিক শাহাদাত, আরিফ, তাজু, ফরহাদ, পাহাড়তলী থানা তাঁতি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক সুমন, শ্রমিক লীগ নেতা ফারুক, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, সোহান, সানী, তারেক, রাশেদ, জিকু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন রিপন, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, উপ তথ্য সম্পাদক আরাফাত হোসেন বিজয়, উপ ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আকিল, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ, হিমেল, বাবু, ১০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জাহিদ নূর, অয়ন আশ্চর্য, ইজাজ, আকাশ, বাপ্পি, ১১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রান্ত, ইউসুফ তানভীর, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবিব রবি, আকিল, ইরফান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবন্দর এলাকায় ৪ কাঠের দোকান পুড়ে ছাই (ভিডিও দেখুন)
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১