আওয়ামী লীগের সাথেই আছি : মনজুর আলম

| বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরশেনের সাবেক মেয়র মনজুর আলম বলছেন, তিনি আওয়ামী লীগের সাথে ছিলেন এবং এখনও আছেন। গতকাল মঙ্গলবার নগরীর সাগরিকায় জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তার এমন মন্তব্য আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। খবর বিডিনিউজের।

অনুষ্ঠানে মনজুর আলম বলেন, আমার বয়স এখন ৭০ এর কোঠায়। ৫ বছর যদি বাদ দিই ৬৫ বছরের মধ্যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে শৈশব থেকে সম্পৃক্ত ছিলাম এবং আজও আছি। যেখানে ছিলাম, সেখানেই আছি।

বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গমাতাকে ভালোবাসি। এবং আজকে যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা। আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। বকাও দেন। বকাও শুনেছি। কিছুদিন আগে বকাও শুনেছি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের হাত ফসকে পালিয়ে গেল আসামি
পরবর্তী নিবন্ধকাট্টলীতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন