বাঁশখালীর ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দোড়ঝাঁপ শুরু হয়েছে। ইতোমধ্যে ঢাকাস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অনেকেই। গতকাল মঙ্গলবার রাতে ১৪ ইউনিয়নের চেয়ারম্যান পদের জন্য প্রায় অর্ধশতাধিক মনোনয়ন ফরম সংগ্রহের পর পূরণ করে জমা করেছেন বলে জানা যায়। আরও অনেকে ফরম নেওয়ার পর জমা দানের অপেক্ষায় রয়েছেন।
সূত্রে জানা যায়, ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান পদের জন্য দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহের পর যারা পূরণ করে জমা করেছেন তারা হলেন, পুকুরিয়া ইউপিতে মাহবুব আলী, আবেদুল ইসলাম চৌধুরী লিটন, শাহাদাত হোছাইন, আহসাব উদ্দিন, সাধনপুর ইউপিতে মহিউদ্দিন চৌধুরী খোকা, আহসান উল্লাহ চৌধুরী, আমান উল্লাহ চৌধুরী, কালীপুর ইউপিতে আ ন ম শাহাদত আলম, আনম ফরহাদুল আলম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নোমান, খানখানাবাদ ইউপিতে মো. বদরুদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম, গাজী জাহেদ আকবর জেবু, জসীম হায়দার, এনামুল হক, বাহারছড়া ইউপিতে অধ্যাপক তাজুল ইসলাম, মোস্তাক আলী চৌধুরী টিপু, এম বখতেয়ার উদ্দিন করিম, আরিফুজ্জামান চৌধুরী আরিফ, কাথরিয়া ইউপিতে ইবনে আমিন, এস এম ইউসুফ চৌধুরী, চৌধুরী নাজেমুল হক, সরল ইউপিতে রশিদ আহমদ চৌধুরী, আবসার উদ্দিন চৌধুরী, ইমরুল হক চৌধুরী ফাহিম, বৈলছড়ি ইউপিতে কপিল উদ্দিন, রাশেদ আলী, মো. জামাল উদ্দিন, মনসুর আলম, শীলকুপ ইউপিতে মোজাম্মেল হক সিকদার, মিজান সিকদার, চাম্বল ইউপিতে মুজিবুল হক চৌধুরী, মো. আবুল বশর, রুমন চৌধুরী, গণ্ডামারা ইউপিতে শামসুল আলম ছিদ্দিকী, নুরুল মোস্তফা চৌধুরী সংগ্রাম, জাহেদুল হক চৌধুরী, শিহাব উল হক সিকদার, শেখেরখীল ইউপিতে মোহাম্মদ ইয়াছিন সিকদার, আবুল হোসেন ভুট্টু, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, পুইছড়ি ইউপিতে ফারুক সিকদার, ফজলুল কবির চৌধুরী, আরিফুর রহমান সুজন, ছনুয়া ইউপিতে এম হারুনুর রশিদ, আলমগীর কবির প্রমুখ। তবে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে দলীয় সূত্রে জানা যায় ।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, মনোনয়ন পত্র বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে, ভোট গ্রহণ ১৫ জুন। বাঁশখালীতে ইউনিয়ন পর্যায়ে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ।