আওয়ামী লীগের প্রতিনিধি সভা আজ

উপস্থিত থাকবেন ১ ডজন কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীসহ ১০ এমপি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ৯:৪২ পূর্বাহ্ণ

এক দশক পর আগামী ৪ ডিসেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠে আসছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় পরিণত করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক ডজন শীর্ষ নেতা ও মন্ত্রী আজ চট্টগ্রাম আসছেন। এছাড়া উপস্থিত থাকবেন ১০ এমপি। তাদের উপস্থিতিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিনিধি সভা আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি সভায় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপদেষ্টামণ্ডলীর সদস্য, ৯টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক, নগরীর থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক, চসিকের দলীয় কাউন্সিলর, দুই জেলার সকল উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ ১৬শ নেতা ও দলীয় জনপ্রতিনিধি প্রতিনিধিত্ব করবেন। মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক এই তথ্য জানিয়েছেন।

প্রতিনিধি সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ সামশুল হক চৌধুরী, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ওয়াসিকা আয়েশা খান এমপি, বেগম ফরিদুন্নাহার লাইলী এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

উপস্থিত থাকবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। সভা পরিচালনা করবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিপণের উদ্দেশ্যে পথচারীদের টার্গেট করে অপহরণ
পরবর্তী নিবন্ধব্যাপক প্রচার ও গণসংযোগ করার সিদ্ধান্ত