রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জমির হোসেন ৬ হাজার ৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রহমত উল্ল্যাহ খাজা পেয়েছেন ২ হাজার ২৮১ ভোট।
নবগঠিত নির্বাচন কমিশনের অধীন প্রথমবারের মত রাঙামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে চলে ভোটগ্রহণ। সন্ধ্যায় নির্বাচনের রিটানিং কর্মকর্তা সাইদুর রহমান ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল থেকে বাঘাইছড়ির পৌর এলাকার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে নারী-পুরুষ উভয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। তবে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হওয়ায়, কিছুটা ধীর গতিতে চলে ভোট প্রদান। এদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান বলেন, বাঘাইছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল।