আওয়ামী লীগের কর্মসূচি আগে ঘোষণার দাবি বিএনপির

| সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত রাজপথে আওয়ামী লীগের কর্মসূচিগুলো আগেভাগে ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। ক্ষমতাসীন দলের কর্মসূচি দেখেই ‘নিরাপদে ও শান্তিপূর্ণভাবে’ কর্মসূচি করার আগ্রহের কথা জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনে থাকা দলটি।

ইউনিয়ন পর্যায়ে বিএনপির ‘পদযাত্রা’র দিন আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ ডাকাকে কেন্দ্র করে শনিবার দেশের বিভিন্ন এলাকায় সংঘাত সহিংসতার পর বিএনপির এই দাবি এল। গতকাল রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, আগের দিন তাদের নেতাকর্মীরা মোট ৪৩ এলাকায় ‘আক্রান্ত’ হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন পাঁচশর বেশি। গ্রেপ্তার হয়েছেন দুই শতাধিক নেতাকর্মী। খবর বিডিনিউজের। সরকার হটানোর আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করতে শনিবার দেশজুড়ে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এদিন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামপিপলস পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য রাজধানীর বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করে।

বিএনপির এ কর্মসূচির দিনে তৃণমূলের নেতাকর্মীদেরকে সক্রিয় করতে কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগও। তবে ক্ষমতাসীন দলটি একে ‘পাল্টা কর্মসূচি’ বলতে নারাজ। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে সহিংসতার খবর আসতে থাকে। কোথাও আওয়ামী লীগের নেতাকর্মী, কোথাও পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির মঞ্চে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ করার ঘটনাও একটি জেলায় ঘটে।

আওয়ামী লীগকে তাদের কর্মসূচি আগে ভাগে ঘোষণার দাবি জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমরা কিছুদিন ধরে খেয়াল করছি যে, আওয়ামী লীগ ‘শান্তি মিছিল’, ‘শান্তি সমাবেশ’ করছে। কখন? যেদিনে আমরা সমাবেশ করব, তখন। আপনারা কয়েকদিন আগে বলেছেন যে, নির্বাচনের আগ পর্যন্ত বছরব্যাপী কর্মসূচি দিয়ে যাবেন। আমি আপনাদের অনুরোধ জানাব, আপনাদের কর্মসূচিগুলো এখনই ঘোষণা দিয়ে দেন, কোন দিন কোন কর্মসূচি হবে। তাহলে আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচিগুলো নিরাপদ জায়গায় শান্তিপূর্ণভাবে করতে পারি। কিন্তু আমরা কর্মসূচি ঘোষণার পরে আওয়ামী লীগ যদি কর্মসূচি দেয়, বুঝে নিতে হবে তারা ইচ্ছাকৃতভাবে দেশে একটা গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে।’

আগের দিন নরসিংদীর পলাশে নির্বাচনী এলাকায় পথযাত্রা কর্মসূচিতে উপস্থিত থাকা আবদুল মঈন খানও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। পুলিশ সেখানে তাকে বাধা দিয়েছে বলে অভিযোগ তার।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধছুরিকাঘাতে পিতার মৃত্যুর ১৫ দিন পর চিকিৎসাধীন ছেলের মৃত্যু
পরবর্তী নিবন্ধশীতের বিদায়