আওয়ামী লীগের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না

দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় শামীম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে এই দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তাদের নির্বাচনী বৈতরণি পার হওয়ার চেষ্টা জনগণ এবার রুখে দেবে।

আগামীকাল বুধবার অনুষ্ঠেয় পদযাত্রা কর্মসূচি ‘সফল’ করতে আয়োজিত দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল সোমবার বিকেলে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সুফিয়ান। মাহবুবের রহমান শামীম ববলেন, আওয়ামী এই দুঃশাসন থেকে মুক্তি পেতে বিএনপি একদফার আন্দোলন ঘোষণা করেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার এই আন্দোলনে সবাইকে জেগে উঠতে হবে।

আবু সুফিয়ান বলেন, আওয়ামী লীগ নিজেদের ইচ্ছা অনুযায়ী আজীবন ক্ষমতায় থাকতে সংবিধান কাটাঁেছড়া করে এখন বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মোশাররফ হোসেন, আবদুল গাফ্‌ফার চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোস্তাফিজুর রহমান, আবু মো. নিপার, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, ভিপি মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, আমিনুর রহমান চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, মো. রফিক, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম শফিক, জসীম উদ্দীন, মোহাম্মদ শাহজাহান, মো. লোকমান মাস্টার, রেজাউল হক চৌধুরী, গাজী আবু তাহের, গোলাম রসুল মোস্তাক, হাসান চৌধুরী, আবুল কালাম আবু, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জাহাঙ্গীর আলম, হারুনুর রশীদ চৌধুরী, তৌহিদুল আলম তৌহিদ, শফিকুল ইসলাম রাহী, মো. মহসিন চেয়ারম্যান, শাহজাহান চৌধুরী, মোজাম্মেল হক, আবুল হোসেন বাবুল, হামিদুর রহমান পিয়ারু, মোহাম্মদ মহসিন, ওলামা দলের দলের সদস্য সচিব হাফেজ মৌলানা জাবের হোসাইন, স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম চৌধুরী, পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রাইভেট কারে মদ বিক্রি জব্দ করে পুলিশে দিল জনতা
পরবর্তী নিবন্ধবিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের ঠোঁট ও তালু কাটার চিকিৎসা