রাউজান সরকারি কলেজে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ নিজেদের স্বার্থ হাসিলের জন্য হিন্দু মুসলিম, বৌদ্ধ ধর্মের মানুষের মাঝে বিভাজন করে রেখেছিল। বিএনপির কাছে এদেশের সকল ধর্ম বর্ণ মানুষ পরস্পরের ভাই, এদেশে সবার রয়েছে ধর্ম–কর্ম করার অবাধ স্বাধীনতা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রাজনীতির নামে সারাক্ষণ মিছিল মিটিং নয় পড়ালেখায় মনোযোগ দিয়ে এদেশের হাল ধরার জন্য নিজেদের উপযোগী করতে হবে।
গতকাল বুধবার কলেজ মিলানায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ, সাবেক চেয়ারম্যান মো. ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, সৈয়দ ওবায়দুল আকবর রোমান, সৈয়দ মন্জুরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা। কলেজ শিক্ষক অর্পণা চৌধুরী ও এস এম হাবীব উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জহুরুল আলম জীবন, শিক্ষক শওকত উদ্দিন ইবনে হোসেন, তসলিম উদ্দিন, মো. নুরুল আব্বাছ, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, আতিক উল্লাহ চৌধুরী প্রমুখ।