ধারাবাহিকভাবে ভাল খেলার পুরস্কার পেলেন বাংলাদেশের উইকেট রক্ষক মুশফিকুর রহিম। আইসিসি নতুন একটি পুরস্কার চালু করেছে এ বছরের শুরু থেকে। আর তা হচ্ছে প্রতি মাসের সেরা ক্রিকেটার নির্বাচন। যার পঞ্চম পুরস্কার জিতলেন মুশফিক। আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার হলেন মুশফিক। এই পুরস্কার জিততে মুশফিক পেছনে ফেলেছেন পাকিস্তানের পেসার হাসান আলি ও শ্রীলংকার স্পিনার প্রাভিন জয়াবিক্রমাকে। শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সে মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে জায়গা করে নেন তিন জনের তালিকায়। লংকানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। আর সে সিরিজের প্রথম ওয়ানডেতে মুশফিক করেন ৮৪ রান। দ্বিতীয় ম্যাচে করেন ১২৫ রান। আর শেষ ম্যাচে মুশফিকের ব্যাট থেকে আসে ২৮ রান। সব মিলিয়ে ২৩৭ রান নিয়ে সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। এবার জিতলেন মাস সেরার স্বীকৃতি।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে। সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ। সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ। আইসিসির প্রথমবারের মতো প্রবর্তিত এই মাসের সেরা ক্রিকেটারের প্রথম তিন মাসেই সেরা পুরুষ ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন ভারতের ক্রিকেটাররা। জানুয়ারিতে সেরা হয়েছিলেন রিশাভ পান্ত, ফেব্রুয়ারিতে রবিচন্দ্রন অশ্বিন ও মার্চে সেরার পুরস্কার জিতেছিলেন ভুবনেশ্বর কুমার। এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের খেতাব জিতেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আর এই চার মাসে সেরা নারী ক্রিকেটার হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল, ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট, দক্ষিণ আফ্রিকার লিজেল লি ও অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটসম্যান এলিসা হিলি।