আইরিশদের ২১৪ রানে আলআউট করেও অস্বস্তিতে বাংলাদেশ

মিরপুর টেস্টের প্রথম দিন

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

মিরপুর টেস্টের প্রথম দিনের শুরু থেকে দারুণ কেটেছে বাংলাদেশের। বল হাতে দারুণ করেছে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে বাংলাদেশের স্পিনাররা বেশ ভুগিয়েছে আইরিশ ব্যাটারদের। আরো পরিষ্কার করে বললে একজন তাইজুলের ঘূর্ণির মুখে কুপোকাত আয়ারল্যান্ড। সফরকারী আইরিশদের ২১৪ রানে গুটিয়ে দিয়েছে স্বাগতিকরা এই তাইজুলের কল্যাণে। তাকে যোগ্য সহায়তা দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

কিন্তু দিনের শেষ বেলাটা অনেকটাই বিবর্ণ বাংলাদেশের জন্য। কারণ মাত্র ৩৪ রান তুলতেই যে তামিম এবং শান্তকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। দিনের খেলা তখন শেষ হওয়ার অপেক্ষা। দুই অজেয় ব্যাটার তামিম এবং মোমিনুল যেন দিন কাটিয়ে সাজঘরে ফেরার অপেক্ষা করছিলেন। ঠিক তখনই অ্যান্ডি ম্যাকব্রাইনের বল একটু টার্ন করে এবং অনেকটা লাফিয়ে ছুয়ে দিল তামিমের ব্যাটের কানা। সহজে ক্যাচটা লুপে নিলেন মার্ক এডায়ার। হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন তামিম ইকবাল। দিনের শেষ বলে আউট হয়ে ফিরলেন তামিম।

আর তাতে মোমিনুল একাই ফিরলেন সাজঘরে অজেয় থেকে। ফিরেছেন ৩৬ বলে ২১ রান করে। তামিমের আগে অবশ্য বাজে এক শট খেলে ফিরেন ওয়ানডে এবং টিটোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলা নাজমুল হোসেন শান্ত। তাই আয়ারল্যান্ডকে প্রথম দিনেই অলআউট করার স্বস্তি কিছুটা হলেও উবে গেল শেষ বিকেলে। মোমিনুল অপরাজিত আছেন ১২ রানে। এর আগে সকালে টস জিতে ব্যাটিংয়ে নামা আায়ারল্যান্ড প্রায় চার বছর বিরতির পর টেস্ট খেলতে নেমেছে ৬ জন অভিষিক্ত ক্রিকেটার নিয়ে। আ্‌য়ারল্যান্ড ইনিংসের পঞ্চম ওভারেই আঘাত হানেন শরিফুল ইসলাম । তিনি ফেরান মারি কমিন্সকে।

তিনি ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসে ফিরলেন ৫ রান করে। ২৭ রানের মাথায় এবাদত ফেরান জেমস ম্যাককলামকে। তিনি ১০ রান করে ধরা পড়েন শান্তর হাতে। এরপর শুরু হয় স্পিনারদের আক্রমণ। ১৬ রান করা এন্ডি বালবার্নিকে ফেরান তাইজুল এলবিডব্লিউর ফাঁদে ফেলে। এরপর হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পার চতুর্থ উইকেটে যোগ করেন ৭৪ রান। দুজনের জুটিতে ভালই এগিয়ে যাচ্ছিল আয়ারল্যান্ড। হ্যারি ট্রাক্টরকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন মিরাজ। ৮০ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন ট্যাক্টর। ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসে হাফ সেঞ্চুরি করা প্রথম আইরিশ ব্যাটসম্যান তিনি। ৫০ রান করেই মিরাজের বলে বোল্ড হলেন ট্রাক্টর।

এরপর দলকে হতাশ করেন এরপর পিটার মুর। জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট খেলে আয়ারল্যান্ডের হয়ে খেলতে নামে তিনি। নিজের সবশেষ টেস্টে এই মাঠেই ক্যারিয়ার সেরা ৮৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের হয়ে। কিন্তু এই ম্যাচে ফিরলেন ১ রান করে তাইজুলের শিকার হয়ে। এরপর তাইজুল আরো বড় ধাক্কা দেন আইরিশ শিবিরে ক্যাম্পারকে ফিরিয়ে। ৭৩ বলে ৩৭ রান করে ফিরেন ক্যাম্পার। ১২৪ রানে ৬ উইকেট হারানো আয়ারল্যান্ডের সামনে তখন দেড়শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা। তবে লোয়ার মিডল অর্ডারে লর্কান টাকারের সঙ্গে কিছুটা লড়াই করেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক অ্যাডায়ার।

সপ্তম উইকেট জুটিতে আসে ৩৫ রান। আর অষ্টম উইকেট জুটিতে আসে ৪০ রান। ১৯ রান করা ম্যাকব্রাইন বিদায় নেন ইবাদতের শর্ট বলে। টাকারের প্রতিরোধ শেষ হয় ৭৪ বলে ৩৭ করে তাইজুলের বলে স্টাম্পড হয়ে। এরপর ৫২ বলে ৩২ রান করা অ্যাডায়ারকে ফিরিয়ে তাইজুল পূর্ণ করেন পাঁচ উইকেট। পরের ওভারেই হিউমকে বোল্ড করে আইরিশ ইনিংসের ইতি টানেন মিরাজ। তাইজুল ৫ উইকেট নিয়েছেন ৫৮ রানে। মিরাজ ২ উইকেট নিয়েছেন ৪৩ রানে। আর এবাদতের দুই উইকেট এসেছে ৫৪ রান খরচায়। আইরিশদের প্রথম ইনিংসের চাইতে এখনো ১৮০ রানে পিছিয়ে বাংলাদেশ। আজ মোমিনুলের সাথে জুটি গড়বেন হয়তো সাকিব অথবা মুশফিক। নিজেদের ইনিংষটাকে কতদূর নিয়ে যেতে পারেন বাকিরা সেটাই এখন দেখার।

পূর্ববর্তী নিবন্ধহালদায় মা মাছের আনাগোনা
পরবর্তী নিবন্ধআশা করি ভীতি কাটিয়ে নির্বাচনে অংশ নেবে বিএনপি : তথ্যমন্ত্রী