চাটগাঁইয়্যা নওজোয়ানের উদ্যোগে গত ১৮ অক্টোবর জামালখানস্থ একটি কমিউনিটি সেন্টারে দেশের ব্যান্ড সংগীত জগতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর ৫ম ও সংগঠনের দুইজন প্রয়াত সদস্য সাফাত ইব্রাহীম ও তাজুল ইসলাম টুটুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনানুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক আনোয়ার হায়দার রাজিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মুরাদ বিপ্লব, আনজুমানারা বেগম, রেহেনা বেগম রানু, কামাল উদ্দিন, মোহাম্মদ আলী, জ্যাকব ডায়েস, মুকিত জাকারিয়া, জয়নাল আবেদিন, ইকবাল হায়দার প্রমুখ। এতে প্রয়াতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, আলোচনা সভা এবং এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়। নেতৃবৃন্দ চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর একটি মিউজিয়াম স্থাপনের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।