আগামী এপ্রিলে যখন শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল তখন সাকিব আল হাসান খেলবেন আইপিএলে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলার সময় দেশের হয়ে টেস্ট খেলতে চাননা বাংলাদেশের এই অলরাউন্ডার। টেস্ট সিরিজ থেকে ছুটি চাওয়ার পর অনেক আলোচনা করে সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান জোর করে কাউকে খেলাতে চায় না বোর্ড। তিনি বলেণ সাকিব আমাদের চিঠি দিয়েছে সে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চায় না। আমরা অনেক আলোচনা করেছি এটা নিয়ে। বোর্ড আগেও নানা সময়ে নানাজনকে ছুটি দিয়েছে। তবে জাতীয় দলের খেলার সময় সাধারণত আমরা দিতে চাই না ছুটি। কিন্তু আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, জোর করে কাউকে বাংলাদেশ দলে খেলা হবে না।
আকরাম খান জানান শ্রীলংকার বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ ও আইপিএল একই সময়ে হবে। সাকিব টেস্ট খেলতে চায় না এই সিরিজে। আমরা তাকে ছুটি দিয়েছি। অবশ্যই খুব ভালো উদাহরণ নয় এটি। কিন্তু যেটা বললাম অনিচ্ছুক কাউকে আমরা খেলাতে চাই না। বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ও আইপিএল কোনোটির সূচিই এখনও চূড়ান্ত হয়নি। তবে দুই টেস্টের সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশের শ্রীলংকা সফরে যাওয়া অনেকটা নিশ্চিত। মে মাসে শ্রীলংকা বাংলাদেশে আসবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আর ওয়ানডে তিনটি আইসিসি ওয়ানডে লিগের। টেস্ট সিরিজে না খেললেও ওয়ানডে খেলবেন সাকিব। তেমনটি জানালেন আকরাম খান। আকরাম খান জানান যারা খেলতে চায় না তাদের সবাইকেই ছুটি দেবে বোর্ড। অনেক কথা বলেছি এটা নিয়ে আমরা। সবশেষে বোর্ডের কথা, যে খেলতে না চায় জোর করে তাকে নামানো হবে না। মোস্তাফিজ চাইলে তাকেও ছুটি দেব। কিছু করার নেই। এর আগে ২০১৭ সালেও টেস্ট ক্রিকেট থেকে ৬ মাসের বিরতি চেয়েছিলেন সাকিব। সেবার বোর্ড তাকে পুরো ছুটি না দিলেও দক্ষিণ আফ্রিকা সফরে যাননি তিনি।