আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

হাটহাজারীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন দেশের আইন শৃঙ্খলা রক্ষা উন্নয়নের পূর্ব শর্ত। তাই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামনে নির্বাচন। নির্বাচনে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সজাগ থাকতে হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার হাটহাজারী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা ওসি রুহুল আমীন সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক। প্রধান অতিথি ঐচ্ছিক তহবিল থেকে অসহায় দু:স্থদের মধ্যে অনুদানের চেক বিতরন করেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব রক্তদাতা দিবসে সিবিবি ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
পরবর্তী নিবন্ধভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা