জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন আইন-শৃঙ্খলা রক্ষায় ইউপি চেয়ারম্যান ও সদস্য ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে ইউনিয়ন, সমাজ ও দেশের উন্নয়ন হবে। যদি কোনো কাজে জনপ্রতিনিধিরা বাধাগ্রস্ত হয় তাহলে প্রশাসনের সহযোগিতা চাইলে নিশ্চয়ই প্রশাসন সহযোগিতা করবে। তিনি গতকাল রোববার উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক ও মোক্তার বেগম মুক্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও থানার ওসি রফিকুল ইসলাম।
সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, দিদারুল আলম বাবুল, গোবিন্দ প্রসাদ মহাজন, মো. খালেদ, অ্যাড. বাসন্তী প্রভা পালিত প্রমুখ।