আইনজীবীর মাধ্যমে হাজিরা দিলেন পরীমনি

| বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন পরীমনির আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভি তার পক্ষে হাজিরা দেন।

অন্যদিকে আদালতে হাজিরা দিয়েছেন অন্য আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। এদিন কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন।

আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৫ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন। এছাড়া মামলার বাদী মজিবুর রহমানকে পুনরায় জেরা করার জন্য আবেদন করেন পরীমনির আইনজীবী। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবারের মতো এক শাহরুখ আমির ও সালমান খান!
পরবর্তী নিবন্ধমেহজাবীনের অনুসারী কোটি ছাড়িয়ে