আইনজীবীদের ভবন বিষয়ে আইনী মোকাবেলার সিদ্ধান্ত

আইনজীবী সমিতির সভা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০৬ পূর্বাহ্ণ

পরীর পাহাড়ে ‘আইনজীবীদের ৫ টি ভবন থাকবে না’ এ সংক্রান্ত প্রধানমন্ত্রীর অনুমোদনকে কেন্দ্র করে জরুরি সভা করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় সমিতির অফিসে সাবেক সভাপতি, সেক্রেটারিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিষয়টিকে আইনীভাবে মোকাবেলা করা হবে বলে উক্ত সভায় সিদ্ধান্ত হয়। সমিতি জানায়, আপাতত আইনীভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত হয়েছে। রোববার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন আজাদীকে বলেন, প্রস্তাবনায় প্রধানমন্ত্রীর কাছে প্রকৃত সত্য তুলে ধরা হয়নি। একটি গোপনীয় প্রতিবেদনের ওপর ভিত্তি করে মন্ত্রী পরিষদ বিভাগ একটি প্রস্তাবনা তৈরি করে। পরবর্তীতে সেটি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়। আমরা সংঘাতে যেতে চাই না। উচ্ছেদ চেষ্টা যদি চালানো হয়, আমরা অ্যাকশনে যাব। সমিতির নেতারা বলেছেন, যে গোপনীয় প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রস্তাবনা তৈরি করা হয়েছে সেখানে অনেকগুলো ভুল তথ্য রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধটিকার মেধাস্বত্ব তুলে দিতে প্রস্তাব দিবেন প্রধানমন্ত্রী