আইওয়া ককাসে বড় ব্যবধানে জয় ট্রাম্পের

| বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৯:২৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের প্রথম যুদ্ধ আইওয়া অঙ্গরাজ্যের ককাসে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশ্নাতীত জয় পেয়েছেন। সোমবারের ককাসের দিকে দেশটির নাগরিক, রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম সবারই নজর ছিল, আর তাতে রিপাবলিকান পার্টির ওপর তার আধিপত্যের প্রদর্শনী তুলে ধরলেন ট্রাম্প। আইনি ঝামেলাও তাতে বাধ সাধতে পারেনি। বছরের নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থিতা প্রত্যাশী অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে আছেন তিনি। খবর বিডিনিউজের।

ট্রাম্পের অনেক পেছনে থেকে প্রার্থী বাছাইয়ে দ্বিতীয় হয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, এডিসন রিসার্চের প্রদর্শিত ফলাফলে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে অল্প ব্যবধানে পরাজিত করেছেন। আইনি ঝামেলায় জড়ানো ট্রাম্প শেষ পর্যন্ত প্রার্থী হতে না পারলে ডিস্যান্টিস অথবা হ্যালি হবেন তার বিকল্প রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী।

প্রতিযোগিতায় আপাতত হ্যালিকে ছাড়িয়ে এগিয়ে গেলেন ডিস্যান্টিস। এ পর্যন্ত চারটি ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন ট্রাম্প। তারপরও আইওয়ার রিপাবলিকান প্রার্থী যুদ্ধে ট্রাম্প নজিরবিহীন ব্যবধানে জয় পাবেন এটা অনেকট অনুমিতই ছিল, কারণ যুক্তরাষ্ট্রের জাতীয় জরিপগুলোতে অন্যান্য প্রার্থীদের চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধনতুন অভিবাসন আইন বাতিলের দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধপৃথিবীর কাছাকাছি একই আকারের গ্রহ