একসঙ্গে আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে আসছে বহুল জনপ্রিয় মোবাইল গেইম প্লেয়ার্স আননৌন ব্যাটলগ্রাউন্ড বা পাবজি‘র নতুন কিস্তি। গেইমটির প্রকাশক ক্র্যাফটন বলছে, ‘পাবজি: নিউ স্টেট’-এর পটভূমি নির্ধারণ করা হয়েছে ২০৫১ সাল, নতুন কিস্তিতে মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল ফর্মুলায় আলাদা মাত্রা যোগ করতে থাকছে ‘উইপন কাস্টমাইজেশন’ এবং ‘ইন-গেইম ড্রোন’। ১১ নভেম্বর আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে একযোগে অভিষেক হবে ‘পাবজি: নিউ স্টেট’-এর। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, দুইশ’টি দেশে ১৭টি ভাষায় উন্মুক্ত হতে যাচ্ছে গেইমটি। খবর বিডিনিউজের।
পাবজি সিরিজের জন্য ‘নিউ স্টেট’-কে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। পাবজির ডেস্কটপ সংস্করণের অভিষেক ২০১৭ সালে, মুক্তির পরপরই ব্যাটল রয়্যাল ফর্মুলাকে গেইমারদের মধ্যে জনপ্রিয় করে তোলে এই গেইমটি।