আইইবি চট্টগ্রাম কেন্দ্রে স্বাস্থ্য সচেতনতামূলক সভা

| সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১০:২৮ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্র ও ইম্পেরিয়াল হাসপাতালের যৌথ উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক এক অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইম্পেরিয়াল হাসপাতালের হেড অব বিজনেস মানস কুমার মজুমদার। এতে ডায়াবেটিস রোগের উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডা. শাহরিয়ার আহমেদ মিলন এবং কিডনি রোগ সম্পর্কে আলোচনা করেন ডা. শওকত আজাদ। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেনের সভাপতিত্বে ও কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলমের সঞ্চালনায় আয়োজিত স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বপন কুমার পালিত। সভাপতির বক্তব্যে প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, কিডনি ও ডায়াবেটিসের মত মরণব্যাধি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ রোগের চিকিৎসার চেয়ে রোগ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই ধরনের রোগের প্রকোপ কমানো সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপূর্বাশার আলো ও তাহের ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধলামায় চিটাগাং সেন্ট্রাল লায়ন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ