আইআইইউসি পরিবহন পুলে নতুন ৩টি বাস সংযুক্ত হয়েছে। গতকাল সোমবার নতুন তিনটি বাসের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ।
উপস্থিত ছিলেন উপ- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, প্রফেসর ড. দীন মোহাম্মদ, ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী, এএফএম আক্তারুজ্জামান কায়সার, অধ্যাপক মো. ইফতেখার উদ্দিন, ড. মহিউদ্দিন মাহী, মো. আমিন নদভী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।