আইআইইউসি ক্যাম্পাসে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ক্যাম্পাসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিআরএম বুথ ৭ নভেম্বর গত উদ্বোধন করা হয়। আইআইইউসির কুমিরাস্থ নিজস্ব ক্যাম্পাসে এই বুথ উদ্বোধন করেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইউসি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, প্রফেসর ড. মো. ফসিউল আলম, খাদিজাতুল আনোয়ার সনি এম.পি, রিজিয়া সুলতানা চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, প্রফেসর ড. মো. সিরাজুল করিম, প্রফেসর মো. হেলালউদ্দিন নিজামী, মোহাম্মদ মাহবুব উল আলম, আবু সুফিয়ান, প্রফেসর মুহাম্মদ আব্দুর রহিম, প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, মোহাম্মদ খালেদ মাহমুদ, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, জামান আরা বেগম, আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার মুহাম্মদ শফিউর রহমান ও একাউন্টস এন্ড ফাইন্যান্স ডিভিশনের ডিরেক্টর আফজাল আহমদ। এ ছাড়াও ব্যাংকের জোনাল হেড (উত্তর) মোহাম্মদ হাফিজুর রহমান, জোনাল হেড (দক্ষিণ) মোহাম্মদ কামাল উদ্দিন, কার্ড ডিভিশনের হেড তানভীর আহমেদ চৌধুরী, খুলশি শাখার ম্যানেজার জাশের কবির চৌধুরী, কুমিরা শাখার ম্যানেজার মোহাম্মদ সাইফুদ্দিন এবং প্রিন্সিপাল অফিসার খোরশেদ আলম উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই সিআরএম বুথ স্থাপনের ফলে আইআইইউসির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই টাকা উত্তোলন ও জমা দেয়ার বহুল প্রতীক্ষিত চাহিদা পূরণ হলো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাষা সৈনিক এম এ হকের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিন ঘুরে গেলেন ঢাকাস্থ চার দেশের রাষ্ট্রদূত